প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০:২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে রোববার জিম্বাবুয়েকে ৩ রানে হারায় বাংলাদেশ। অথচ এই ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারায় জিম্বাবুয়ে।
বাংলাদেশ রোববার জিম্বাবুয়েকে হারানোয় ৩ ম্যাচে টাইগারদের পয়েন্ট হলো ৪। এই চার পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি টপকে গেছে দক্ষিণ আফ্রিকাকে। রোববার ভারতের বিপক্ষে খেলতে নামার আগে প্রোটিয়াদের সংগ্রহ ২ ম্যাচে ২ পয়েন্ট।
রোববার দিনের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারতের জয় দেখতে চায় বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে বিরাট কোহলিরা জয় পেলে সেমির পথ সহজ হয়ে যাবে টাইগারদের।
সেক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারালেই ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সোজা সেমিতে চলে যাবে টাইগাররা। এজন্য দক্ষিণ আফ্রিকা-ভারত ম্যাচে কোহলিদের হয়ে গলা ফাটাবে বাংলাদেশ।