২ বছর ৯ মাস ১৭ দিন, অর্থাৎ ১ হাজার ২১ দিনের মাথায় বিরাট কোহলি ফিরলেন তার আপন রাজ্যে। ২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে শতক হাকানোর পর আর তিন অঙ্কের রানের দেখা পাননি কোনো ফরম্যাটে।
চলতি এশিয়া কাপের শুরু থেকেই রানে ফেরার চেষ্টায় থেকেছেন এই ডানহাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান, হংকংয়ের নিপক্ষে ৫৯ রানে অপরাজিত থাকার পর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে খেলেন ৬০ রানের ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা না খুলতে পারলেও আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত একটা শতকের ইনিংস। ৬১ বলে ১২টি চার ও ছয়টি ছক্কায় তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। শেষ পর্যন্ত বিরাটের ব্যাটে ভর করে ভারত পেয়েছে ২ উইকেটে ২১২ রানের পাহাড়সম সংগ্রহ।
দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা বিশ্রামে থাকায় এদিন লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং করতে নামেন বিরাট কোহলি। দুজনের জুটি ভাঙে ৭৬ বলে ১১৯ রান তুলে রাহুলের বিদায়ে। রাহুলের ব্যাটে আসে ৪১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রান।
এরপর সূর্যকুমার ফেরেন ৬ রান করে। পরপর দুই ব্যাটার ফিরলেও বিরাট খেলে গেছেন তার সহজাত খেলা। ৩২ বলে ৫০ পূর্ণ করার পর ৫৩ বলে পৌঁছে যান কাঙ্ক্ষিত শতকের ঘরে। শেষ পর্যন্ত ৪১ বলে ১২ চার ও ৬ ছকায় খেলেছেন ১২২ রানের অপরাজিত ইনিংস। আফগানিস্তানের পক্ষে ২টি উইকেট নেন ফরিদ আহমেদ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।