টাইগারদের অধিনায়কত্বের দৌড়ে কারা জানালেন পাপন

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা আগস্ট ২০২২ ০৬:৩৫ অপরাহ্ন
টাইগারদের অধিনায়কত্বের দৌড়ে কারা জানালেন পাপন

সবশেষ ৪টি-টোয়েন্টি ম্যাচে ৩ জনের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। সোহান-মোসাদ্দেকের কাঁধে খণ্ডকালীন দায়িত্ব দিয়ে জিম্বাবুয়ে সিরিজ পার হলেও পূর্ণকালীন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ এশিয়া কাপের জন্য ৮ আগস্টের মধ্যে এসিসির কাছে স্কোয়াড জমা দিতে হবে।


এদিকে, বৃহস্পতিবার (৪ আগস্ট) বিসিবির বোর্ড সভা শেষে টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের কাছে তিনটা নাম আছে। রিয়াদও আছে। সাকিব তো থাকবেই। এছাড়া আগে থেকেই আছে লিটন। এখন আবার নতুন নাম যোগ হয়েছে সোহান। কিন্তু সে (সোহান) তো ইনজুরড। সে আদৌ এশিয়া কাপে খেলতে পারবে কি না সেটারও নিশ্চয়তা নেই।’


পাপন আরও বলেন, ‘এরই মধ্যে চারজন থেকে একজন না করে দিয়েছে। তাহলে বাকি থাকল আর তিন নাম। তবে এখনই জানাচ্ছি না। আগে সবার সঙ্গে কথা বলি। তারপর জানতে পারবেন।’


ভাইস ক্যাপ্টেনের প্রসঙ্গে বলেন, ভাইস ক্যাপ্টেন দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তবুও ভাবা হচ্ছে। কবে নাগাদ নতুন অধিনায়ক ঘোষণা করা হবে এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য দল সাজাচ্ছি। এর মধ্যেই ক্যাপ্টেন ঠিক হয়ে যাবে। আশা করা যাচ্ছে, শিগগিরই ঘোষণা হবে।’