আহমেদাবাদে আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। শিরোপার লক্ষ্যে ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন।
এই ম্যাচে দুই দল নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। ফাইনালের আগে এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে হার্দিকের গুজরাট। দলটি এখন পর্যন্ত রাজস্থানের বিপক্ষে চলতি আসরে দুইবার খেলে দুই ম্যাচেই জয় দেখেছে।
এবারের আইপিএলে প্রথমবারের মতো খেলেছে গুজরাট। আর অভিষেক আসরেই ফাইনালে জায়গা করে নিলো হার্দিকের দল। অভিষেক আসরেই প্রথম শিরোপায় রাঙাতে চাইবে দল। অপরদিকে ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই শিরোপা জিতেছিল রাজস্থান। দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নেমেছে দলটি।
গুজরাট টাইটান্স: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), লোকি ফার্গুসন, ডেভিড মিলার, মোহাম্মদ শামি, রশিদ খান, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াটিয়া, রাবিশ্রীনিবাসন সাই কিশোর, ইয়াস দায়াল।
রাজস্থান রয়্যালস: যাসাসবি জাসওয়াল, জস বাটলার, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট রক্ষক), দেবদূত পাড্ডিকাল, শিমরন হেটমায়ার, রিয়ান পারাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রাসিদ কৃষ্ণা, ওবেড ম্যাকয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।