প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ২:৪৩
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলিংয়ে অন্যতম নির্ভরতার নাম নাসুম আহমেদ। অভিষেকের পর থেকেই খেলছেন নিয়মিত। বাঁ-হাতের খেল দেখিয়ে বিশ্বসেরা সব বাঘা বাঘা ব্যাটসম্যানকে ঘায়েল করে দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। ঘরের মাটিতে গেল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ সফল ছিলেন।
বল হাতে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার হিসেবে গেল মাসেই আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলার তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন টাইগার এ স্পিনার। আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ৬৩৭ রেটিং নিয়ে দশে ছিলেন নাসুম।
এবার আরও একধাপ এগিয়ে আসলেন। দশ থেকে এগোলেন নয়ে। বর্তমান রেটিং ৬৩৭। নাসুমের পরেই অবস্থান পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে ২১ রানে ২ উইকেট শিকার করে র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এখন দশে অবস্থান করছেন শাহীন। তার রেটিং ৬৩৪।
এদিকে তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। তার রেটিং পয়েন্ট ৭৮৪। এ ছাড়া একধাপ এগিয়ে তালিকায় দুইয়ে চলে এসেছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তার রেটিং ৭৪৬। পাশাপাশি একধাপ পিছিয়ে দুই থেকে তিনে নেমে গেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হ্যাজলউড। তার রেটিং ৭৩৭।
চারে ৭১৯ রেটিং নিয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, পাঁচে ৭১৪ রেটিং নিয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান। রশিদ থেকে ২৭ রেটিং কম ছয়ে থাকা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। হাসারাঙ্গার পর রয়েছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া এবং আফগানিস্তানের মুজিব উর রহমান।
এদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। তবে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এক ধাপ নিচে নেমে চলে এসেছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে ঢুকে গেছেন নামিবিয়ার জে জে স্মিট। এ ছাড়া সেরা দশে ঢুকেছেন নেপালের দীপেন্দ্র সিং। মালয়েশিয়া ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে দশ ধাপ এগিয়েছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন দ্বিতীয় স্থানে।