প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৫
অন্যসব আসরের চেয়ে ব্যতিক্রমী ঢংয়ে সেজেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি দল। প্রতিযোগিতার আগে ঢাকডোল পিটিয়ে সমাপ্ত হয়েছে মেগা নিলাম প্রক্রিয়াও। পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাদে অন্য দলগুলোর অধিনায়কও চূড়ান্ত। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক তাদের তালিকা।
চেন্নাই সুপার কিংস
আগের কয়েকটি আসরের মতো এবারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরুর দিককার সময় থেকেই চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। ধোনি মাঝে খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে। চেন্নাইয়ের অধিনায়ক বদলের গুঞ্জন থাকলেও স্বপদেই বহাল আছেন ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত এই ক্রিকেটার। তার অধীনে চেন্নাই এখন পর্যন্ত জিতেছে ৪টি আইপিএল শিরোপা।
দিল্লি ক্যাপিটালস
শ্রেয়াস আইয়ারের চোটে পড়ার পর দিল্লি ক্যাপিটালসকে গত মৌসুমে নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত। আইয়ার ক্লাব থেকে বিদায় নেওয়ায় এবারও অধিনায়কের ভার থাকছে তারই কাঁধে। গত মৌসুমে দিল্লিকে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে নিয়ে যান পন্ত। এবার কতদূর যেতে পারবেন সেটাই দেখার পালা।
কলকাতা নাইট রাইডার্স
বেশ কয়েকটি মৌসুম ধরে অধিনায়ক বদল করেই চলেছে কলকাতা। গত মৌসুমে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন এউইন মরগ্যান ও দিনেশ কার্তিক মিলে। তার আগে অধিনায়কের ভার ন্যস্ত ছিল প্যাট কামিন্সের কাঁধে। এবারও অধিনায়ক বদল করেছে তারা, নতুন অধিনায়ক হয়েছেন দিল্লির সাবেক ব্যাটার আইয়ার।
মুম্বাই ইন্ডিয়ান্স
অধিনায়ক প্রশ্নে মুম্বাই ইন্ডিয়ান্স আর রোহিত শর্মা যেন এক সূত্রে গাঁথা। যদিও মাঝেমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কেইরন পোলার্ডকেও এ দায়িত্বে দেখা যায়, সেটাও ঘটে থাকে বিশেষ কোনো কারণে। বরাবরের মতো এবারও রোহিত নেতৃত্ব দেবেন পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে। তার অধীনে দলটি টানা তিনবার আইপিএলের শিরোপাও নিজেদের শোকেসে পুড়েছে।
রাজস্থান রয়্যালস
সাঞ্জু সামসন অধিনায়ক হওয়ার আগে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিতেন স্টিভ স্মিথ ও আজিঙ্কা রাহানে। গত মৌসুমে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন অমীয় সম্ভাবনাময় ক্রিকেটার সাঞ্জু। এবারও অধিনায়ক হিসেবে তিনিই থাকছেন। নিজেদের অধিনায়ককে নিলামের আগে রিটেনও করে রাখে রাজস্থান।
সানরাইজার্স হায়দরাবাদ
এবারের আসরে সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। গত মৌসুমেও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পর এই দায়িত্ব সামলিয়েছেন তিনি। ওয়ার্নার এবার চুক্তিবদ্ধ হয়েছেন দিল্লির সঙ্গে।
গুজরাট টাইটাসন
আইপিএলের ইতিহাসে নতুন দল গুজরাট। প্রথম আসরেই দলকে নেতৃত্ব দেওয়ার ভার পেয়েছেন হার্দিক পান্ডিয়া। নিলামের আগেই পান্ডিয়াকে কিনেছিল ফ্র্যাঞ্জাইজিটি। তিনি এর আগে খেলতেন মুম্বাই ইন্ডিয়ান্সে। মুম্বাই ধরে না রাখায় গুজরাটই দলে ভেড়ায় পান্ডিয়াকে। তাদের নিলামের আগে দলে ভেড়ানো ক্রিকেটারদের মধ্যে আরও আছেন রশিদ খান ও শুভমান গিল।
লখনৌ সুপার জায়ান্ট
গুজরাটের মতো লখনৌও এবারের আইপিএলে নতুন দল। এই দলকে এবার সামনে থেকে লিড দেবেন ভারতের অন্যতম ওপেনার লোকেশ রাহুল। আগের কয়েকটি মৌসুমে তিনি নেতৃত্ব দিয়েছেন পাঞ্জাব কিংসকে।