প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৭
বলা হয়, আইপিএলের নিলাম নিয়ে আগে থেকে কিছু বলা মুশকিল। কারণ এখানে কখন কার দাম বাড়ে আর কমে কিংবা দেখা গেল, সর্বোচ্চ দাম প্রত্যাশা করা খেলোয়াড়ই শেষ পর্যন্ত থেকে যান অবিক্রিত।
যেমনটা ঘটল ডেভিড মালানের ক্ষেত্রে। দুই দিন ধরে চলা আইপিএলের ১৫তম আসরের নিলামের দ্বিতীয় দিন রোববার (১৩ ফেব্রুয়ারি) অবিক্রিত থেকে গেলেন টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে থাকা ইংলিশ এ ব্যাটার।
এর আগে নিলামের প্রথম দিন শনিবারও আরও অনেক তারকা ক্রিকেটারের সঙ্গেই এমনটা ঘটেছে। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচবার ম্যাচসেরার কীর্তি কিংবা সংক্ষিপ্ত এ সংস্করণের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে অবস্থান, তবুও জমজমাট টি-টোয়েন্টি লিগ আইপিএলের দলগুলোর মন কাড়তে পারেননি সাকিব আল হাসান। ১৫ তম আসরের নিলামের প্রথম দিনে অবিক্রিতই থেকে যান তিনি।
সাকিব-মালান ছাড়াও ইংল্যান্ডের অধিনায়ক ইওন মরগান এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়েও আগ্রহ দেখায়নি কেউ। মরগান ও ফিঞ্চ দুইজনেরই ভিত্তিমূল্য ছিল ১ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি। এদিকে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটসম্যান মারনাস লাবুশেইনকেও কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।
নিলামের দ্বিতীয় দিনের প্রথম খেলোয়াড়ের নাম উঠেছিল দক্ষণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করামের। তার ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। তাকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেকে তার ভিত্তিমূল্যে দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স।
রোববার (১৩ ফেব্রুয়ারি) মধ্যাহ্ন বিরতির আগপর্যন্ত তালিকার ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হবে। এ তালিকার মধ্যে যেসব গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন, তাদের লুফে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো।