https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আইসিসি'র টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে সাকিব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ২১:৪১

শেয়ার করুনঃ
আইসিসি'র টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে সাকিব

গত জুনে বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম নির্বাচিত হন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ। যা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ছিল প্রথমবার। এবার এক মাস পর আবারও সেই তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের কোনও খেলোয়াড়ের নাম। গত জুলাইতে পারফরম্যান্স বিবেচনায় সেরা হয়েছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার!

সাকিবের সঙ্গে থাকা দুই মনোনয়নপ্রাপ্তরা ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।গত মাসে (জুলাই) জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট, ওয়ানডেতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ৮টি উইকেট পান সাকিব। এছাড়া একটি ওয়ানডেতে রয়েছে ৯৬ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সাকিবের এমন দূর্দান্ত পারফরম্যান্সের কাছে মার্শ, ওয়ালশরা টিকতে পারেননি।একই দিনে সাকিব পেয়েছেন আরও একটি সুখবর। ২০১৭ সালের পর টি-টোয়েন্টির অল-রাউন্ডার র‍্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন এই বিশ্ব-সেরা অল-রাউন্ডার।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ক্রিকেটারদের উৎসাহ যোগাতে নতুন পুল তৈরি করে। যেখানে তিন জন মনোনয়নকৃত খেলোয়াড়ের একজন আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় মাসের সেরা খেলোয়াড় স্বীকৃতি পেয়ে থাকেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, পপুলার ঋতুপর্ণা

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, পপুলার ঋতুপর্ণা

২০২৪ সালের কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের মর্যাদা অর্জন করেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট হিসেবে নির্বাচিত হয়েছেন নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এ পুরস্কার প্রদান করে। দেশের খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রীড়াবিদ,

পিএসএল শুরুর আগেই খেলোয়াড়দের হোটেলে আগুন

পিএসএল শুরুর আগেই খেলোয়াড়দের হোটেলে আগুন

২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে একটি অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হয়েছেন আয়োজকরা। শুক্রবার দুপুরে ইসলামাবাদের সেরেনা হোটেলের উপরের তলায় আগুন লেগে যায়। উদ্বোধনী ম্যাচ শুরুর ঠিক আগে এই ঘটনা ঘটে, যেখানে পিএসএলের বিভিন্ন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা অবস্থান করছিলেন। হঠাৎ আগুন লাগার ফলে পুরো হোটেল মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা আতঙ্ক ছড়িয়ে দেয় দর্শক ও সংশ্লিষ্টদের মধ্যে। সামাজিক

লাহোরে নারী বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব

লাহোরে নারী বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব

আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতোমধ্যে দেশ ছেড়েছে। তবে শুধু খেলোয়াড় নয়, এই টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন দুই বাংলাদেশি আম্পায়ার— মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।   বৃহস্পতিবার (৩ এপ্রিল) আইসিসি ১০ জন আম্পায়ার ও তিনজন ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে। এতে

নিজ দেশের বিপক্ষে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

নিজ দেশের বিপক্ষে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেন আব্বাস

পাকিস্তানে জন্ম নেওয়া মোহাম্মদ আব্বাস নিউজিল্যান্ডের জার্সিতে ওয়ানডে অভিষেক করেই বিশ্বরেকর্ড গড়েছেন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নেমে মাত্র ২৪ বলে ফিফটি করে ওয়ানডের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ২৬ বলে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের দখলে।   আব্বাসের এই ইনিংসটি সাজানো ছিল ৩টি ছক্কা ও ৩টি চারে। ২৬ বলে

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালত সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন আজ সোমবার, ২৪ মার্চ। সাকিব আল হাসান এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান 'এগ্রো ফার্ম লিমিটেড'কে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়। বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশীপ অফিসার মো. শাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসান ও তার