প্রকাশ: ২৮ মে ২০২১, ১২:৫১
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। গত দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নেয়া বাংলাদেশের সামনে নিয়ম রক্ষার ম্যাচ হলেও ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচ।
দুপুরে টসের আগে ঝিরিঝিরি বৃষ্টি হলেও ১০ মিনিট পরে টস হয়েছে। গত দুই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিলেও শেষ ম্যাচে এসে টস হেরেছে। লঙ্কানরা টস জিতে সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিংয়ের।একাদশে জায়গা হয়নি ওপেনার লিটন দাসের। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে নাঈম শেখকে।