ওয়ানডে সিরিজ সামনে রেখে রোববার, ১৬ মে ঢাকায় পৌঁছায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে লঙ্কান ক্রিকেট টিম।
বাংলাদেশে এসেই তিনদিনের রুম কোয়ারেন্টিনে চলে যায় ক্যাপ্টেন কুশল পেরেরার দল। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উঠে দলটি।
কোয়ারেন্টিন পর্ব শেষ করে ১৯ এবং ২০ মে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে শ্রীলঙ্কা। একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তারা সাভারের বিকেএসপি'তে, ২১ মে। সিরিজ শুরুর আগের দিন ২২ মে আবার অনুশীলন করবে অতিথি দলটি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। ডে-নাইট তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে পর্দা নামলে ২৯ মে দেশে ফিরে যাবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা।