প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১৭:৪৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন অলরাউন্ডার থিসারা পেরেরা। রবিবার রাতে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে লিস্ট ‘এ’ ক্রিকেটে এমন কীর্তি গড়েন পেরেরা। মেজর ক্লাব টুর্নামেন্টের খেলা ছিল সেটি।
শ্রীলঙ্কান আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে নামেন পেরেরা। ৪১ ওভারের ম্যাচে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেরেরার দল। ৩৭ দশমিক ৪ ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ক্রিজে যান পেরেরা। তখন ইনিংসের ২০ বল বাকি ছিলো।
ইনিংসের শেষ ওভারে ডান-হাতি অফ-স্পিনার দিলহান কোরির ছয় বলে ছয় ছক্কা মারেন পেরেরা। ১৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৮টি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলের পক্ষে আসান বান্দিকা ১২৪ ও হামিশা লিয়ানাগে অপরাজিত ১০১ রান করেন। পেরেরার দল করে ৩ উইকেটে ৩১৮ রান।
পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে ১৭ ওভারে ৬ উইকেটে ৭৩ রান তুলেছিলো ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব।