প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১২:৩
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে একই এলাকায় উমর উদ্দিন মাদবর কান্দি জামে মসজিদের সামনে বিএনপি নেতা খবির সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত খবির সরদার জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় তার পরিবার আলমাছ সরদারসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।
নিহতের ভাই দানেশ সরদার জানান, বৃহস্পতিবার রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা কৌতুহলবশত মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের উপস্থিতিতে নিহত আলমাছ সরদারের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। পরদিন শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, মাত্র একদিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উভয় ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে ধারাবাহিক এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
পুলিশ বলছে, খবির সরদার হত্যাকাণ্ড ও আলমাছ সরদারের মৃত্যু একই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। এ বিষয়ে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে।
নিহতের পরিবার বলছে, খবির সরদার হত্যার প্রতিশোধ হিসেবেই আলমাছ সরদারকে হত্যা করা হতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদঘাটন না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।