প্রকাশ: ৩ মার্চ ২০২১, ১৯:৩৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
আগামীকাল ৪ মার্চ আহমেদাবাদের মোতেরায় চতুর্থ টেস্টে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড। কিন্তু তৃতীয় টেস্টের উইকেট নিয়ে এখনো বিতর্ক থাকছে না। মাত্র দুই দিনেই শেষ হয়ে যায় ভারত-ইংল্যান্ড মধ্যকার দিবা-রাত্রির টেস্ট।
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোতেরার উইকেট নিয়ে সমালোচনা শুরু হয়। এবার এই বিতর্তকে উস্কে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
ইনজামাম বলেন, সবশেষ কবে টেস্ট দুইদিনে শেষ হয়েছিল তা আমার মনে পড়ছে না। ভারত কী ভালো খেলে জিতল নাকি মোতেরার উইকেট ভারতকে জিতিয়ে দিল?
তিনি বলেন, সম্প্রতি ভারত ভাল খেলছিল। অস্ট্রেলিয়ার মাটিতেও আমরা ভারতকে দারুণ খেলতে দেখেছি। তবে এই ধরণের উইকেটে কি টেস্ট ম্যাচ হওয়া উচিত? এমন উইকেট তৈরি করলে টেস্ট ক্রিকেটের উন্নতি হবে না।
তিনি আরও বলেন, প্রথম দিনের মধ্যেই ১৭ টা উইকেট পড়ে গেল! অবশ্য ঘরের মাঠে খেলার একটা সুবিধা প্রত্যেক দলই নিতে চাইবে। কিন্তু এই ধরণের উইকেট তৈরির কোনো মানে নেই।