প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৮
জজ ভূইয়া ০৪ ক্রিকেট টুর্নামেন্ট"২০-২১ এর আজ ১২.০২.২০২১ তারিখ রোজ শুক্রবার ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ গ্রহণকারী ২ টি দল হচ্ছে স্টাইক ফোর্স বনাম ওয়ারিয়র্স। মুদ্রা নিক্ষেপে টিম ওয়ারিয়র্স এর অধিনায়ক জয়লাভ
করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং করতে নেমে টিম স্টাইক ফোর্স ১ উইকেট হারিয়ে ১২৬ জয়লাভ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে । অভিনন্দন বিজয়ীদের । শুভকামনা রইল টিম ওয়ারিয়র্স এর জন্য !!!এই খেলায় মিডিয়া পার্টনার হিসেবে আছেন ইনিউজ৭১ ।