প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪
বগুড়ার ধুনট উপজেলায় জলপাই খাওয়ানোর প্রলোভনে চার শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জয়নাল আবেদীন (৫৫) নামে এক সিরিয়াল ধর্ষক। একই সাথে ধর্ষণের শিকার চার শিশু শিক্ষার্থীকে আদালতে হাজির করা হলে তারা তাদের সাথে আরো দুই সহপাঠিকে ধর্ষণের কথা বিচারকের নিকট প্রকাশ করে। এ নিয়ে জয়নালের বিরুদ্ধে ছয় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ সেপ্টেম্বর জয়নালকে গ্রেপ্তারের পর ১১ সেপ্টেম্বর বগুড়া আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিন ৪ শিশু আদালতে ধর্ষণের বর্ণনাকালে তাদের সাথে আরো দুই সহপাঠিকে ধর্ষণের কথা প্রকাশ করেছে। সিরিয়াল ধর্ষক জয়নাল আবেদীন বগুড়া কারাগারে আটক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার সহকারী পরিদর্শক (এসআই) নূরজ্জামান সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে প্রকাশ করা তথ্য অনুযায়ী আরো দুই শিশুকে ধর্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির সত্যতার প্রমাণ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব