প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ১:৯
রেল স্টেশনে ‘এক পেয়ার কা নাগমা’ গান গেয়ে ইন্টারনেটে ভাইরাল রাণু মণ্ডল এবার বাড়ি উপহার পেয়েছেন। ৫৫ লাখ রুপি দামের বাড়িটি দিয়েছেন সালমান খান। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, রাণুর জাদুকরী কণ্ঠ মুগ্ধ করেছে বলিউড সুপারস্টারকে। যদিও বাড়ি উপহারের খবরটি এখনো সালমানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব