টাঙ্গাইলে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর, টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ২১শে জুন ২০২০ ০২:২৪ অপরাহ্ন
টাঙ্গাইলে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪২৫ জনে। এছাড়া করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট ১০ জনের মৃত্যু হলো।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, সখীপুর ১ জন, মির্জাপুর ৩ জন, বাসাইলে ১ জন, কালিহাতী ২, নাগরপুরে ৩ জন, ধনবাড়ি ১, ভূঞাপুর ৩, দেলদুয়ার ১, গোপালপুর ৪ এবং মধুপুর উপজেলায় ১ জন রয়েছ।  

রোববার (২১ জুন)  সকালে  টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পাঠানো নমুনার ফলাফল আজ সকালে পজিটিভ আসে। এতে নতুন করে ২৬ জন আক্রান্ত হয়। এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়, আর সুস্থ হয় ১৪৮ জন।