করোনায় মারা গেলেন পুলিশের আরেক সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২০শে জুন ২০২০ ০১:৪৫ অপরাহ্ন
করোনায় মারা গেলেন পুলিশের আরেক সদস্য

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন পুলিশের আরেক সদস্য। তার নাম ফয়সাল আলম। তিনি বগুড়ার নারুলি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শনিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারাদেশে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনে।

পুলিশ সদরদপ্তর জানায়, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন পুলিশের এই সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত ফয়সাল আলমের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীর রাণীনগরে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।এদিকে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে দাফন করা হয়েছে।

৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ার পর পুলিশে ভাইরাসটিতে মোট শনাক্ত সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছে প্রায় পাঁচহাজার সদস্য। আক্রান্তদের চিকিৎসায় ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে।