প্রকাশ: ১৯ জুন ২০২০, ৩:৪২
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তার স্ত্রী ও কক্সবাজার-৪ আসনের বর্তমান এমপি শাহিন আক্তার টাইফয়েডে আক্রান্ত।
পরে রাত পৌনে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।হেলাল বলেন, বদি এবং তার স্ত্রী একসঙ্গে নমুনা দিয়েছিলেন। এরমধ্যে বদির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর শরীরে টায়ফয়েড ধরা পড়েছে। বর্তমানে তিনি কক্সবাজারে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।