মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।
শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নির্মল রঞ্জন গুহ গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে তার জ্বর হয়েছিল। এরপর করোনা পরীক্ষার জন্য গত তিনদিন আগে নমুনা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।