মাদারীপুরের ২৪ ঘন্টার পুলিশ সহ ২৯জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুন ২০২০ ০৯:৫৫ অপরাহ্ন
মাদারীপুরের ২৪ ঘন্টার পুলিশ সহ ২৯জন করোনায় আক্রান্ত

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৮জুন) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আক্রান্ত ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১১কালকিনিতে ৬ জন,শিবচরে ৩ জনএবং রাজৈরে দুই পুলিশ সদস্য সহ ৯ জন,  এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯৭ জনে।আজ  বৃহস্পতিবার  সিভিল  সার্জন  মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৮জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে ২৯ জন পজিটিভ হন। নতুন আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন শনাক্ত হয়েছে মাদারীপুর সদরউপজেলায়, এদের মধ্যে সদর উপজেলায়,সৈদারবালী ২,ইটেরপুল Rab ক্যাম্প এরিয়ায় ৪,পুলিশ লাইন ১,সমাদ্দার এলাকায় ১,পল্লী সম্নয় ব্যাংকের কর্মচারী একজন ও পানিছত্র এলাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত লতিফ হাওলাদারসহ ১১ জন,

এ নিয়ে এই উপজেলায় রোগীর সংখ্যা দাঁড়াল ১৬৫ জন, যা জেলার মধ্যে সবচেয়ে বেশি। এ ছাড়া কালকিনি উপজেলায় নতুন করে আরও ৬ জন ।জেলায় এ পযন্ত করোনা পজিটিভ হয়ে  মারা গেছেন ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৮ জন। স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৯৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৬৫ জন, শিবচর উপজেলায় ৭৫ জন, রাজৈর উপজেলায় ১৫৬ জন এবং কালকিনি উপজেলায় ১০১ জন।
মাদারীপুর জেলায় সর্বোচ্চ আক্রান্ত সদর উপজেলা।