প্রকাশ: ১৮ জুন ২০২০, ৩:৫৫
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৮জুন) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আক্রান্ত ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১১কালকিনিতে ৬ জন,শিবচরে ৩ জনএবং রাজৈরে দুই পুলিশ সদস্য সহ ৯ জন, এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯৭ জনে।আজ বৃহস্পতিবার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে এই উপজেলায় রোগীর সংখ্যা দাঁড়াল ১৬৫ জন, যা জেলার মধ্যে সবচেয়ে বেশি। এ ছাড়া কালকিনি উপজেলায় নতুন করে আরও ৬ জন ।জেলায় এ পযন্ত করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৮ জন। স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৯৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৬৫ জন, শিবচর উপজেলায় ৭৫ জন, রাজৈর উপজেলায় ১৫৬ জন এবং কালকিনি উপজেলায় ১০১ জন।