মহামারি থেকে রেহাই পেলেন না দিল্লির স্বাস্থ্য়মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁর করোনা হয়েছে। প্রবল জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শরীরে করোনা উপসর্গ থাকায় দ্বিতীয়বার টেস্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এ ছাড়া গতকাল আম আদমি পার্টির আরেক নেতা আতিশির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।
এর আগে গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলাব্যাথা ও জ্বর থাকায় তিনি স্বেচ্ছায় আইসোলেশনে চলে যান। পরে করোনা পরীক্ষায় মুখ্যমন্ত্রীর ফলাফল নেগেটিভ আসে।