প্রকাশ: ২৩ মে ২০২০, ৭:৫৬
তিনি আরও বলেন, প্রথমে তিনি ৪০ জনকে দিয়ে খাবার দিয়েছেন। তার দেয়া ফেসবুক পোষ্ট দেখে তার বন্ধুরাও তার সাথে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ইচ্ছে জানান। তারা সকলে মিলে এই পর্যন্ত ১১০০ অসহায় ও গরিব মানুষদের মাঝে খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
তিনি আরও বলেন, তিনি এই ধরনের কার্যক্রম অব্যাহিত রাখবেন বলে জানিয়েছেন আমাদেরকে এবং তার পাশাপাশি সমাজের বিত্তশালী মানুষদেরকে এই গরিব দুঃখীদের পাশে এসে সমপৃক্ত হতে অনুরোধ করছেন। এভাবে যদি নিজ থেকে সবাই এগিয়ে আসেন তাহলে হয়তো এই মহামারী পরিস্থিতিতে দুস্থ-অসহায় ও গরিব মানুষেরা দুই বেলা খেয়ে বেচেঁ থাকতে পারবেন।