টাঙ্গাইলে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৬ জনে। আজ সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন করে করোনায় আক্রান্তরা হলেন সদর উপজেলায় ১ জন, দেলদুয়ারে ২ জন, মির্জাপুরে ২ জন, ঘাটাইল ১ জন, ভূঞাপুরে ১ জন, গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, গত ১৮ তারিখ ১০১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে ২২ তারিখ শুক্রবার সকালে নমুনার ফল আসে। এতে নতুন করে ৮ জন আক্রান্ত হয়।
তিনি আরও জানান, টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৪১৪০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে ৩৫২১ জনের ফল নেগেটিভ এসেছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। এছাড়া সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন ২১ জন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।