২৩৩ আনসার সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২০শে মে ২০২০ ১১:৫৪ পূর্বাহ্ন
 ২৩৩ আনসার সদস্য করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২৩৩ জন আনসার সদস্য। এরই মধ্যে ১ জন আনসার সদস্য মারা গেছেন। করোনা মোকাবিলায় সামনের সারিতে কাজ করলেও তাদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত হয়নি এখনও।

করোনা রোগীদের চিকিৎসা দেওয়া রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে কয়েকদিন আগেও কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। করোনা রোগীদের হাসপাতালে প্রবেশসহ নানা ধরনের সহযোগিতা করেন তারা। ফলে প্রতিনিয়ত সংক্রমণের ঝুঁকির মধ্যে থাকতে হয় তাদের।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেয়া হিসাবে, দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৩৩ জন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ জন। আর মারা গেছেন ১ জন। আর কোয়ারেন্টিনে আছেন ৪৬৮ জন।আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সাংবাদিকদের জানিয়েছেন, আনসার সদস্যদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চলছে। রয়েছে চিকিৎসার সর্বাধিক সুযোগ।