পিরোজপুরে দুই পরিবারের ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৯ই মে ২০২০ ১১:২০ পূর্বাহ্ন
পিরোজপুরে দুই পরিবারের ৬ জনের করোনা শনাক্ত

পিরোজপুরে একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলেসহ তিনজন এবং অন্য পরিবারের বাবা-ছেলেসহ নতুন করে ছয়জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।শনিবার (৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি।

তিনি বলেন, শুক্রবার (৮ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কেভিড-১৯ (করোনা) পরীক্ষার ল্যাব থেকে আসা ফলাফলে ওই ছয়জনের করোনা পজিটিভ আসে। এর আগে গত ৭ মে তাদের নমুনা বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছিল। 

সিভিল সার্জন বলেন, আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন জেলা সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের বাসিন্দা ও অন্য তিনজন একই জেলার ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা।পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, আক্রান্তদের বাড়িসহ এলাকা লকডাউন করা হয়েছে। আর এসময় আমাদের তরফ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। 

ইনিউজ ৭১/ জি.হা