প্রকাশ: ৭ মে ২০২০, ১৭:৮
কিছুদিন আগেই শরীরে পাওয়া গিয়েছিল করোনার অস্তিত্ব । সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন সেই খবর। এবার সেই অবস্থাতেই পার্টি করার অভিযোগ উঠল পপস্টার ম্যাডোনার বিরুদ্ধে। তারকা ফোটোগ্রাফার স্টিভেন ক্লেইনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন ম্যাডোনা।
প্রসঙ্গত, কোয়ারেন্টাইনে থাকার সময়ে ম্যাডোনার একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। করোনা প্যানডেমিককে ‘the great equalizer’ বলে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে করোনা মোকাবিলায় দশ লাখ মার্কিন ডলার দান করে প্রশংসা কুড়োন ম্যাডোনা। পুরানো বিতর্ক ফিকে হওয়ার আগেই অবশ্য ফের নতুন বিতর্কে এই পপ ক্যুইন।