প্রকাশ: ৫ মে ২০২০, ৩:৩৫
নওগাঁয় পুলিশের দুই ওসি, ৩ ডাক্তার , ৫ স্বাস্থ্যকর্মীসহ ৩২ জন নতুন রোগী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৫০ জন সনাক্ত হয়েছেন। ওই ২সি নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের সংর্স্পশে এসেছিলেন আজ মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনজুর এ মোর্শেদ।
এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, পত্নীতলা থানার ওসি এবং ওসি তদন্ত আক্রান্ত হবার ফলে এই থানায় এখন পুলিশের নতুন ব্যাচ দিয়ে কার্যক্রম পরিচালিত হবে। আক্রান্তদের আইসোলেশনেএবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে হোমকোয়ারেন্টাইনে রাখা হবে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনজুর এ মোর্শেদ আরো জানান, শনাক্তরা বেশীর ভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লক্ষণ ছিল না। আজ মঙ্গলবার ২২টি সহ জেলা থেকে এ পর্যন্ত ১২’শ৮৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে পরীক্ষার রিপোট পাওয়া গেছে ৭’শ২০ জনের। মঙ্গলবার দুই দফায় পাওয়া ১০৬ জনের রিপোটে ৩২জন আক্রান্ত সহ জেলায় এখন মোট আক্রান্ত ৫০ জন।বাকীরা নেগেটিভ। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ১৪৬৪ জন এবং প্রাতিষ্ঠানিক কোরাইনটেনে আছে ৪৮ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে রাখা হয় ৫হাজার ৩’শ ৩৮জনকে এবং এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩হাজার ৮’শ ৭৪জন।