প্রকাশ: ৫ মে ২০২০, ২:৫০
টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২জনে। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৫৩টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার সকালে ঢাকা থেকে পাঁচজনের করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্তের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।’