প্রকাশ: ৫ মে ২০২০, ১৮:৪৫
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে এই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন আরও ১০ জন।জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১২৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। সুস্থ হয়েছেন ৫৮ জন।
মঙ্গলবার (০৫ মে) সকালে এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি।
ইনিউজ ৭১/ জি.হা