করোনার কারণে ২০ কয়াদিকে মুক্তি দিলো দিনাজপুর জেলা কারাগার
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় দিনাজপুর জেলা কারাগার হতে এ পর্যন্ত মোট ২০ জন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে।
এর মধ্যে রোববার ১৪ জনকে মুক্তি দেয়া হয়। এর আগে আরও ৬ জনকে মুক্তি দেয়া হয়।
দিনাজপুর জেলা কারাগারের জেলার তারেক কামাল জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু কয়েদী মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি দেয়া যেতে পারে এমন ২৯৮ জনের তালিকা প্রেরণ করা হয়।
এই তালিকার মধ্যে প্রথম পর্যায়ে ২২ জনকে মুক্তির আদেশ আসে। এর মধ্যে গত কয়েকদিন আগে ৬ জনকে মুক্তি দেয়া হয় এবং রোববার ১৬ জনকে মুক্তি দেয়ার কথা। কিন্তু ২ জনের সাজার পাশাপাশি অর্থদণ্ড থাকায় ১৪ জনকে মুক্তি দেয়া হয়। বাকী ২ জন অর্থদণ্ড দিলেই তাদের মুক্তি দেয়া হবে।
জেলার তারেক কামাল জানান, দিনাজপুর জেলা কারাগারে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ জন বন্দী রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে দর্শনার্থীদের সাথে সাক্ষাত বন্ধ করে দেয়া হয়েছে। এর পরিবর্তে ল্যান্ডফোনের মাধ্যমে পরিবারের সাথে কথা বলার সুযোগ করে দেয়া হয়েছে বন্দীদের। এছাড়াও কারাগারের বাইরে ও ভেতরে নিয়মিত ভাইরাস নাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।
তিনি জানান, প্রতিদিন নতুন নতুন আসামি আসছে। করোনা প্রতিরোধে নতুন আসামিদের ১৪ দিন পৃথক ওয়ার্ডে রাখার পর সাধারণ ওয়ার্ডে দেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।