টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা ফেরত আরো এক নারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মেয়েটি ঢাকার গাজীপুর থেকে গোপালপুরে তার বাবার বাড়ী আসেন। এ নিয়ে গোপালপুরে দুই নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এ ঘটনায় শনিবার সকালে হাদিরা ইউনিয়নের হাদিরা পূর্বপাড়া গ্রামে রোগীর বাড়ীসহ আশেপাশের দশবাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, আক্রান্ত শিউলি বেগম (১৮) ঢাকার গাজীপুরের শফিপুর এলাকায় তার স্বামী ওবায়দুলের সাথে থাকতেন। ওবায়দুল সেখানে একটি চাউলের দোকানে কাজ করেন। গত ১৮ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে মেয়েটি গোপালপুরে তার বাবার বাড়ী আসেন।গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, খবর পেয়ে গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার সকালে সেখান থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্তের বাড়ীসহ আশপাশের দশ বাড়ী লকডাউন করা হয়েছে। তাদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ পৌছে দেয়া হয়েছে। আক্রান্ত মেয়েটির শারীরিক অবস্থা অনেকটা ভালো। তাই সে আপাতত নিজ বাড়ীতে থেকেই চিকিৎসা নিবে। প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ সময় মাইকে সচেতনামূলক প্রচারণাসহ গ্রামের সকলকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।