করোনা যাত্রায় যুক্ত হলো হাতিয়া, আক্রান্ত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩রা মে ২০২০ ১১:৫৩ পূর্বাহ্ন
করোনা যাত্রায় যুক্ত হলো হাতিয়া, আক্রান্ত ২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২ জন স্বাস্হ্যকর্মীর  করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিজাম উদ্দিন। আক্রান্ত দু'জনের কারোরই কোন উপসর্গ ছিলো না।

জানা গেছে, আক্রান্তদের একজনের বাড়ি নোয়াখালীর সোনাপুরে এবং অন্যজনের হাতিয়ায়। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ওয়ার্ডবয় ও আয়া হিসেবে কর্মরত ছিলেন তারা। দু’জনই গত ২৯ মার্চ হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরমধ্যে, ওয়ার্ড বয় করোনা টেস্টের রিপোর্ট প্রাপ্তির আগ পর্যন্ত নোয়াখালী সদরের ভুলু স্টেডিয়ামে করোনা রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে কর্মরত ছিলেন।

জানা গেছে, সতর্কতার অংশ হিসেবে ২৫ এপ্রিল হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ ২৮ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। সবমিলিয়ে হাতিয়ার ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় বলে জানান ডা. নাজিম। পরীক্ষার ফলাফল ধাপে ধাপে জানানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাত দশটার দিকে দুই স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ হওয়ার খবর নিশ্চিত করা হয়।

আক্রান্ত দুইজনকেই আইসোলেশনে নেয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া, দুই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে কারা এসেছেন সেটি খুঁজে বের করে কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।লকডাউন সত্ত্বেও নদীপথে দেশের বিভিন্ন জায়গা থেকে হাতিয়াতে প্রবেশ করা মানুষের মাধ্যমেই করোনা ছড়াচ্ছে বলে অনেকেই দাবী করছেন।

ইনিউজ ৭১/ জি.হা