মাদারীপুরে শিশুসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চারজনই সদর উপজেলায়। এর মধ্যে রয়েছে ৬ বছরের এক শিশু। আক্রান্তরা সদর উপজেলার বাহাদুরপুর ও ধুরাইল ইউনিয়নের। দুইজন নারী ও দুইজন পুরুষ। যাদের বয়স যথাক্রমে ৪০, ২০, ১৫ ও ০৬ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত সংখ্যা ৩৬-এ দাঁড়ালো।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এরা সবাই সদর উপজেলায়। এর মধ্যে দুইজন নারী ও দুই পুরুষ রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৪০, ২০, ১৫ ও ০৬ বছর। এর মধ্যে দুইজন বাহাদুপুর ইউনিয়ন ও বাকি দুইজন ধুরাইল ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। আজও মাদারীপুর জেলা অবরুদ্ধ (লকডাউন) অবস্থায় রয়েছে। প্রশাসন ও পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন লকডাউন কার্যকর করতে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।