প্রকাশ: ২ মে ২০২০, ২১:৫০
শরীয়তপুরে নতুন আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ২ জন। শনিবার (২ মে) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত নতুন ৬ জন হলেন- ডামু্ড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৩ জন, সদর উপজেলায় চিতলিয়ায় ২ জন ও নড়িয়া উপজেলায় ভুমখাড়া ইউনিয়নের একজন। করোনায় আক্রান্ত এই ৬ জনই ঢাকা থেকে আসা।
একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ২ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর বাকীদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।