প্রকাশ: ২ মে ২০২০, ১৫:৫১
ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারও বেড়েছে, বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৯ জনের।এর আগে গতকাল বৃহস্পতিবার মৃতুবরণ করেছিলেন ৬৭৪ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭৫১০জন।আজ শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬২০১ জন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৬০৩২, বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪০৭৬, মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩৯৯৬। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৪৫৪ জন।