জামালপুরের সিভিল সার্জনসহ ৬ জন করোনায় আক্রান্ত
জামালপুর জেলা সিভিল সার্জন ও জামালপুর জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকসহ ৬ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার(২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা.মাফুজ সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জন। এর মধ্যে সিভিল সার্জনসহ ১০ চিকিৎসক ও ২২ জনই স্বাস্থ্যকর্মী।
সহকারি পরিচালক ডা.মাফুজ সোহান জানান,গত ২৪ ঘণ্টায় ৬১জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ল্যাবে প্রথম ধাপের নমুনা পরীক্ষার প্রতিবেদনে ৬জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।
জেলা সিভিল সার্জন ছাড়াও সদর হাসপাতালের দুই চিকিৎসকের প্রতিবেদনও পজেটিভ আসে। এছাড়া সদর হাসপাতালের দুই নার্সদের শরীরে করোনা পজেটিভ আসে। আক্রান্ত আরেক ব্যাক্তি সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের নারায়ণগঞ্জ ফেরত এক পুরুষ গার্মেন্টস কর্মী। জেলায় এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ জন। এদিকে সিভিল সার্জনের সংস্পর্শে আসায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শফিক হোম কোয়ারিন্টিনে রয়েছেন বলে তিনি জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।