মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ২৬ জন সদস্য আক্রান্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
তিনি বলেন, রোববার নতুন করে ৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। জেলায় মোট ২৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
পুলিশ সুপার আরও বলেন, আমিও সুস্থ আছি। সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি। এছাড়া তিনি নারায়ণগঞ্জবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলা এবং ঘরে থাকারও অনুরোধ করেছেন।