প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১৮:৫৭
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮২।সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭২ জনে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৪৮ জন।