প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১৮:৫৩
ঝিনাইদহে নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জন। সোমবার (২৭ এপ্রিল) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় একজন, শৈলকুপায় দুইজন এবং হরিনাকুন্ডুর একজন জন রয়েছেন।ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় থেকে সকালে ৪০ জনের নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ জন।
ইনিউজ ৭১/ জি.হা