প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ২:৫৪
মহামারী করোনায় পুরো বিশ্বে এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে কানাডায় সংক্রমিত হয়েছে ৪৫ হাজার এবং প্রায় আড়াই হাজার মারা গেছে। এর মধ্যে কিউবেক প্রদেশেই মারা গেছে ১৪৪৬ জন।
করোনায় কিউবেকের মন্ট্রিল শহরে মৃত্যুর সংখ্যা বেশি। তবে এর কারণ জানিয়েছেন নার্সদের সংগঠনের সভাপতি নাতালিয়া স্টেক ডসেট। তার বর্ণনায় ফুটে উঠেছে করোনায় কিউবেক শহর মৃত্যুপুরীতে পরিণত হওয়ার ঘটনা।