নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ২৬শে এপ্রিল ২০২০ ০৪:১৮ অপরাহ্ন
নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁয় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর শনিবার বিকেলে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগের রাতে শুক্রবার নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। মৃত কিশোরী শহরের ঘোষপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান বলেন, ওই কিশোরী সাতদিন ধরে টাইফয়েড, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভ‚গছিল। তার অসুস্থতা বৃদ্ধি হওয়ায় শুক্রবার রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মেয়েটি মারা যায়। এরপর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। তবে শিক্ষার্থী করোনা ভাইরাস আক্রান্ত ছিলো কিনা তা নমুনা পরীক্ষার ফলাফল পেলে জানা যাবে।

শিক্ষার্থীর মৃত্যুর পর ওই পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ওই কিশোরী নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করতো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব