প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১৮:৫৮
করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে শনিবার আরও ৩ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৭৫ বাংলাদেশির প্রাণ গেল। হাসপাতাল এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত বিয়ানিবাজারের সন্তান ফরিদ আহমেদ সাইফুল (২৭) মন্টিফিউর হাসপাতালে, জ্যাকসন হাইটসে বসবাসরত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির এইচ মিয়ার বাবা মো. মহিউদ্দিন (৬৭) এলমহার্স্ট হাসপাতালে এবং প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র সহ-সভাপতি বাবলী নেওয়াজ (৫৩) জ্যামাইকা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
সর্বশেষ তথ্য অনুয়ায়ী নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, দেলওয়ারে, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, লসএঞ্জেলেস, টেক্সাস প্রভৃতি এলাকায় কয়েক হাজার বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।