প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১৬:২৮
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। শনিবার একদিনে দেশটিতে ২০৬৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪১৯ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৬৫ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ১৮ হাজার ১৬২ জন।
যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০৮ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩১৩ জন। এর পরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৫৮৬৩ জনের, আক্রান্ত এক লাখ ৫ হাজার ৫২৩ জন।এছাড়া ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ২৭৩০, মিশিগানে ৩২৭৪, ইলিনয়ে ১৮৭৪, লুসিয়ানায় ১৭০৩, কানেকটিকাটে ১৮৬২, পেনসেলভেনিয়ায় ১৮০৪, ক্যালিফোর্নিয়ায় ১৬৯৫ এবং ফ্লোরিডায় ১০৫৫ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩ হাজার ২৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২০ হাজার ৮৭৭ জন। অপরদিকে ৮ লাখ ৩৬ হাজার ৯৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।