বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি ২ লাখ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৫শে এপ্রিল ২০২০ ১০:১০ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি ২ লাখ ছুঁইছুঁই

বিশ্বজুড়ে থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত (শনিবার সকাল সাড়ে ৯টা) এক লাখ ৯৭ হাজার ২৪৬ জন মারা গেছে।আর আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৭৭৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৫১১ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার ৫২৩  জনের অবস্থা গুরুতর।সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। মৃত ৫২ হাজার ১৮৫ জন। স্পেনে সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। মারা গেছে ২২ হাজার ৫২৪ জন।  বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জনের শরীরে। আক্রান্তদের ১৩১ জন মারা গেছে। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।

ইনিউজ ৭১/ জি.হা