প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ২৩:৩০
টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের ওই পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্তের তথ্যটি টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ ওয়াহিদুজ্জামান নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (২২ এপ্রিল) ওই পরিবারের প্রধান রিপন মিয়ার (৪০) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এলাকাবাসীরা জানায়, ঢাকার কাওরান বাজার এলাকায় ওই ব্যাক্তি সবজি ব্যবস্যা করতেন। তার শারীরিক সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে।