নওগায় নার্স করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ২৪শে এপ্রিল ২০২০ ০১:০৫ অপরাহ্ন
নওগায় নার্স করোনা আক্রান্ত

নওগাঁর রাণীনগরে এক নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই প্রথম জেলায় কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলো। ওই নার্স বর্তমানে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. আ.ম.আখতারুজ্জামান জানান, ওই নার্স গত কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এমতাবস্থায় গত মঙ্গলবার তার নমুনাসহ ওই হাসপাতালের একাধিক সেবিকার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে প্রতিবেদন হাতে পেলে তার শরীরে করোনা আক্রান্তের বিষয়টি জানা যায়। তবে ধারনা করা হচ্ছে যে ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা কুমিল্লা থেকে আগত শিশুদের হাসপাতালে এনে টিকা দেওয়ার সময় সেই সব শিশুর করোনা আক্রান্ত অভিভাবকদের সংস্পর্শে এসে আক্রান্ত হতে পারেন।

এদিকে করোনা আক্রান্ত ওই সেবিকার সংস্পর্শে আসা সহকর্মি, পরিবারের সদস্য ও অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সেবিকার আবাসস্থল লকডাইন করা হয়েছে বলে জানান তিনি।