কলকাতায় প্রকাশ্যে থুতু ফেলায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। এদিকে গত তিন দিনে থুতু ফেলার জন্য মোট ৮১ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। করোনা সংক্রমণ এড়াতে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করেছে ভারত সরকার। আর বিধি মানতে বাধ্য করা হচ্ছে দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ বি ধারা অনুযায়ী।
ভারতে বহু মানুষ পান, গুটখা বা তামাক চিবিয়ে খান আর যেখানে সেখানে থুতু ফেলেন। থুতু থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা সব থেকে বেশি। তাই থুতু ফেলা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করে নির্দেশেনা জারি করা হয়েছে। একই সঙ্গে রাস্তায় বের হলেই মাস্ক পরাও আবশ্যক করা হয়েছে। কলকাতায় গত তিন দিনে মুখোশ না পরে রাস্তায় বের হওয়ায় গ্রেফতার হন ৫১৩ জন। এছাড়াও বিনা কারণে লকডাউনের মধ্যে রাস্তায় ঘোরা বা গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য শতশত মানুষকে গ্রেফতার করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি।
পুলিশের সূত্র বলছে, শুরুর দিকে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা অনুযায়ী গ্রেফতার করা হচ্ছিল স্বাস্থ্যবিধি না মানার দায়ে। কিন্তু এখন দুর্যোগ মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে; যা দণ্ডবিধির থেকেও কঠিনতর।