ভোলায় প্রথম শিশুসহ ২ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে এপ্রিল ২০২০ ১০:৫৭ পূর্বাহ্ন
ভোলায় প্রথম শিশুসহ ২ করোনা রোগী শনাক্ত

দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনাভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত ২ রোগী শনাক্ত হয়েছে। ভোলা জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে একজন মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামের মো. সেলিমের ছেলে মো. নুরে আলম (২২)। তিনি ঢাকা সদরঘাটে একটি চায়ের দোকানে কাজ করতেন। তিন দিন আগে এলাকায় আসলে মনপুরা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। অপরজন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ এলাকার ৮ বছরের শিশু মোহনা রাণী দে। সে কীভাবে ভাইরাসে আক্রান্ত হলো তা এখনও জানা যায়নি। আক্রান্তরা এখনও নিজ বাড়িতে অবস্থান করছেন। আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

ভোলা জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, গত বুধবার ভোলা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছে। তাদের মধ্য থেকে ২ জনের পজিটিভ পাওয়া গেছে।

গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ২৫৫ জনের নমুনা ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। তার মধ্যে রিপোর্ট এসেছে ২২৩ জনের। এদের মধ্যে ২২১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।