জ্বর-সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুরে দুজন এবং রাজবাড়ী ও চুয়াডাঙ্গা একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্দি-কাশি-জ্বর, শ্বাসকষ্টে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় অনেকেরই করোনা পজেটিভ আসছে। অনেকের আসছে নেগেটিভ।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত ২৪ দিনে সারা দেশে করোনা উপসর্গ নিয়ে অন্তত ২৩২ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের খবরে বলা হয়েছে- জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। গতকাল দুপুরে এক কিশোরী ও বুধবার দিবাগত রাতে এক বৃদ্ধা মারা যান। মারা যাওয়া দুজন হলেন- ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকার কিশোরী শারমিন (১৪)। একই উপজেলার নয়ারহাট এলাকার বৃদ্ধা আনোয়ারা (৭৫)। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আর এম ও ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন। রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে করোনা উপসর্গ নিয়ে যৌনকর্মী আজিরন বেগম (৫৫) মৃত্যুবরণ করেছেন। গতকাল বিকালে ৪টার দিকে প্রচ- জ¦র, সর্দি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগসহ করোনা উপসর্গে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মৃত্যুবরণ করেছেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনার সময় আজিরন মৃত্যুবরণ করেছেন। করোনার কিছু উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে করোনা উপসর্গ নিয়ে সাবিনা খাতুন ছবি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। কয়েক দিন আগে থেকে তিনি জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত ছিলেন।
বুধবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতেই মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মৃত সাবিনা খাতুন ছবি উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রাজ্জাক এ তথ্য জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।